পরিবারের বড় ছেলের জন্মদিন। তাই বেলুনে ঘর সাজাতে ব্যস্ত সবাই। ভাইয়ের জন্মদিন উপলক্ষে ঘর সাজাতে না পারলেও সবার সঙ্গেই তাল বসেছিল সাত মাসের শিশু রাফসা। বড়দের দেখাদেখি সেও মুখে বেলুন দিয়ে অনুকরণ করছিল সবাইকে। কিন্তু হঠাৎ সবার অজান্তে একটি বেলুন রাসফার গলায় ঢুকে আটকে যায়। এরপর হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।
সোমবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বরবাড়ীয়া... বিস্তারিত