ভবিষ্যতে কেউ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে বরদাশত করা হবে না

5 months ago 16

আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালনে সহযোগিতা করতে সংশ্লিষ্ট সবাইকে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের পক্ষ থেকে পুনরায় অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো নৈরাজ্য পরিস্থিতি তৈরি করলে তা বরদাশত করা হবে না বলেও জানিয়েছে ডিএমপি।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ১৯ মে রাত অনুমান সাড়ে ১২টার দিকে সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে রাজধানীর ধানমন্ডি থানায় সংবাদ আসে যে, ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়িতে কতিপয় ব্যক্তি বাড়ির গেট ভেঙে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছে।

এমন সংবাদের পর ধানমন্ডি থানার ওসি ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে ১৫/২০ জন লোক অবস্থান করছিল এবং তারা ওই বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছিল। এসময় পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে, তথাপি তারা উত্তেজিত ও মারমুখী আচরণ করেন। সেখানে উপস্থিত ব্যক্তিরা মো. গোলাম মোস্তফা নামক এক ব্যক্তিকে গ্রেফতারের জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করে।

ডিসি তালেবুর রহমান আরও জানান, এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থল থেকে তিনজনকে থানায় নিয়ে আসে। পরবর্তীতে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে ভবিষ্যতে এ ধরনের কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তাদের আজ বিকেলে মুচলেকা গ্রহণের পর ছেড়ে দেওয়া হয়।

তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার জন্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে দায়িত্বপালনে সহযোগিতা করতে সংশ্লিষ্ট সবাইকে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পুনরায় অনুরোধ করা হলো।

এছাড়া কোনো ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে অহেতুক হয়রানি করলে বা আইনের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করলে বিষয়টি তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা অথবা নিকটস্থ থানায় অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

টিটি/এমআইএইচএস/এমএস

Read Entire Article