ভাঙা হাত নিয়েই ডাকসু নির্বাচনে দায়িত্ব পালন করছেন ডিসি মাসুদ

16 hours ago 2

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাঙা হাত নিয়েই নিরাপত্তা তদারকির দায়িত্ব পালন করছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে দায়িত্ব পালন করছেন তিনি।

এর আগে ২৭ আগস্ট শাহবাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়িত্ব পালন করতে গিয়ে আহত হন মাসুদ আলম। এতে ভেঙে যায় তার ডান হাত। পরে পুলিশ হাসপাতাল থেকে প্লাস্টার করেন তিনি।

বিকেলে শাহবাগ থানার সামনে জাগো নিউজের সঙ্গে কথা হয় ডিসি মাসুদ আলমের। তিনি জাগো নিউজকে জানান, ছুটি না নিয়েও দায়িত্ব পালন করছি। ব্যক্তিগত কষ্ট হলেও বৃহৎ স্বার্থে গুরুত্বপূর্ণ মুহূর্তে মাঠে থেকেই কাজ করতে হচ্ছে।

হাতের প্লাস্টার কবে নাগাদ খোলা হবে জানতে চাইলে তিনি বলেন, প্রথমে তিন সপ্তাহ বলেছিলেন চিকিৎসক। ১৪ দিন পর আরেকটি এক্সরের পর চিকিৎসক বলবেন কবে নাগাদ ব্যান্ডেজ খোলা হবে।

ভাঙা হাত নিয়েই ডাকসু নির্বাচনে দায়িত্ব পালন করছেন ডিসি মাসুদ

ডাকসু নির্বাচনের বিষয়ে জানতে চাইলে মাসুদ বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন হচ্ছে। আমরা যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আছি সকাল থেকে চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে ডাকসু নির্বাচন পরিচালনার যে কমিশন আছে সেই কমিশনকে আমরা সহযোগিতা করছি। তারা যেভাবে চাচ্ছে আমরা সেভাবেই তাদের সহায়তা করছি।

ভুয়া আইডি কার্ডে আটকদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সন্দেহজনক দুজনকে যারা ভুয়া আইডি কার্ড শো করে প্রবেশের চেষ্টা করেছিল তাদের ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ির মধ্যেও সোমবার রাতে দুজন ভুয়া শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুয়া পরিচয়পত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করছিল।

টিটি/এমআইএইচএস/এএসএম

Read Entire Article