প্রয়াত লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের স্বামী গাজী আবদুল হাকিম যখন মঞ্চে এসে বাঁশিতে ‘সময় গেলে সাধন হবে না’ গানে সুর তুললেন, দর্শকসারিতে কেউ কেউ কণ্ঠ মেলালেন সেই বাঁশির সুরে। আবার কাউকে দেখা গেল, পায়ে তাল ঠুকে ঠুকে যেন ভেসে যাচ্ছেন সুরের খেয়ায়। কেউ আবার হারিয়েছেন বাঁশির সুরে।
আজ (১৬ অক্টোবর) সন্ধ্যায় এমন দৃশ্য দেখা গেল আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের অডিটরিয়ামে লালন সন্ধ্যার আয়োজনে।
বাউল সম্রাট লালন শাহের ১৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটির সঞ্চলনা করেন খ্যাতিমান অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।
শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, লালন শুধুমাত্র একজন সংগীতশিল্পী নন, তিনি ছিলেন অন্তর্ভুক্তির দার্শনিক। মানুষে মানুষে বিভাজন নয়, বরং মানবতার সৌন্দর্য ও বৈচিত্র্যকে তিনি সংগীতের মাধ্যমে উদযাপন করেছেন।
প্রণয় ভার্মা আরও বলেন, লালনের গান আমাদের শিখিয়েছেন নিজেকে জানার প্রকৃত পথ হলো অন্যকে বোঝা। লালনের সৃষ্ট বাউল ঐতিহ্য কেবল সংগীতধারা নয়, এটি জীবনবোধের এক দর্শন—সরলতা, সাম্য ও আনন্দের প্রতীক। লালনের সুর আজও কুষ্টিয়া ও নড়াইল থেকে শুরু করে ঢাকা ও শান্তিনিকেতন পর্যন্ত সমানভাবে প্রতিধ্বনিত হয়। তার সংগীত আমাদের মনে করিয়ে দেয়, সাংস্কৃতিক বন্ধন প্রাকৃতিক বা রাজনৈতিক সীমারেখার চেয়েও প্রাচীন ও গভীর। এই যৌথ ঐতিহ্যই দুই বাংলার মানুষের হৃদয়ের বন্ধনকে অটুট রেখেছে।
তিনি আরও বলেন, যখন আমরা লালনের গান শুনি, তখন শুধু সুরের সৌন্দর্য উপভোগ করি না—আমরা সংযুক্ত হই সেই চিরন্তন মানবিক মূল্যবোধের সঙ্গে, যা আমাদের এক করে রাখে। লালন আমাদের এমন এক সাংস্কৃতিক সেতুবন্ধন উপহার দিয়েছেন, যা কোনো সীমানা ভাঙতে পারে না।
অনুষ্ঠানে ফরিদা পারভীনকে স্মরণ করে তিনি বলেন, গত মাসে তার (ফরিদা পারভীন) প্রয়াণ লালনসংগীতের জগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। তিনি যেমন নিষ্ঠা, ভক্তি ও সৌন্দর্যের সঙ্গে লালনের গান পরিবেশন করেছেন, তেমনটি খুব কম শিল্পীই পেরেছেন।
আরও পড়ুন:
স্ট্রোক করে হাসপাতালে নির্মাতা শাহনেওয়াজ কাকলী https://jagonews24.com/entertainment/news/1059613
সংগীতজীবনের ৬০ বছর পূর্তিতে রুনা লায়লাকে নিয়ে ‘স্টার নাইট’ https://jagonews24.com/entertainment/news/1060116
অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করেন সংগীতশিল্পী নাসরীন আক্তার বিউটি, টুন টুন বাউল, চন্দনা মজুমদার, কিরণ চন্দ্র রায়, লালন ব্যান্ড। মঞ্চে এসে অচিন পাখি সংগীত একাডেমির শিক্ষার্থী গেয়ে শোনান ‘সত্য বল সুপথে চল ওরে আমার মন’। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক অ্যান ম্যারি জর্জ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসএম/এমএমএফ/এনএইচআর