ভারত ও ভিয়েতনাম থেকে এলো ৩৮ হাজার টন চাল
ভারত ও ভিয়েতনাম থেকে আমদানি করা ৩৮ হাজার ৮৮০ টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জিটুজি ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এসব চাল আনা হয়েছে।
বুধবার (১২ মার্চ) খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারতের পতাকাবাহী জাহাজ এমভি রেক এলিটে (MV Rek elite) এসেছে ২১ হাজার ৮০ টন সিদ্ধ চাল। যা বুধবার সকালে চট্টগ্রাম বন্দরের পাইলট জেটিতে নোঙর করে। আর ভিয়েতনামের পতাকাবাহী জাহাজ এমভি ত্রুয়ং এন শিপে (MV truong An ship) এসেছে ১৭ হাজার ৮০০ টন আতপ চাল। যা আজ (বুধবার) দুপুরে চট্টগ্রাম বন্দরের ১২ নম্বর জেটিতে নোঙর করে।
তিনি আরও বলেন, ভিয়েতনাম থেকে আসা চালের নমুনা পরীক্ষার পর খালাস শুরু হয়েছে। এছাড়া ভারতীয় জাহাজ এমভি রেক এলিটে আসা সিদ্ধ চালেরও নমুনা সংগ্রহ শেষ হয়েছে। বুধবার রাত ৮টায় ওই জাহাজ থেকেও পণ্য খালাসের কার্যক্রম শুরু হয়।