ময়মনসিংহের ফুলপুরে অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় চিনি ও জিরাসহ সমন্বয়কসহ তার সহযোগীকে আটক করেছে যৌথবাহিনী।
বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে পৌর শহরের আমুয়াকান্দা বাজার এলাকায় একটি গোডাউন থেকে ভারতীয় মালামালসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা এলাকার জিল্লুর রহমান হৃদয় (২৮) ও একই উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের মাসুদ রানা (২৬)। এর মধ্যে জিল্লুর রহমান হৃদয় নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করেছেন।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি।
তিনি জানান, অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা বিভিন্ন পণ্য জিল্লুর রহমান গুদামঘরে রেখেছেন—এমন তথ্য পায় যৌথবাহিনী। পরে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া গেলে তাকেসহ তার সহযোগী মাসুদ রানাকে আটক করা হয়। এসময় গুদামঘরে রাখা ১২১ বস্তা ভারতীয় চিনি এবং ১৫ বস্তা জিরাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, আটক দুজন দীর্ঘদিন ধরে অবৈধ পথে ভারতীয় বিভিন্ন পণ্য এনে বিক্রি করতেন বলে ধারণা করছি। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হবে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের অন্যতম সমন্বয়ক আশিকুর রহমান জাগো নিউজকে বলেন, ‘ময়মনসিংহ জেলা ও উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি নেই। যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের অনেকে নিজেরাই কমিটি করেছেন। জিল্লুর রহমানকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। তবে তিনি আন্দোলন করেছেন বলে জানতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘তবে তিনি অপরাধ করলে শাস্তি পেতে হবে। প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
কামরুজ্জামান মিন্টু/এসআর/জিকেএস