ভারতে অ্যাপলের কারখানা নিয়ে ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়া

3 months ago 15

ভারতে অ্যাপলের কারখানা স্থাপনের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্র থেকে অ্যাপলের কারখানা স্থানান্তর না করার বিষয়ে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে উপদেশ দেন। 

বৃহস্পতিবার (১৫ মে) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তিনি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে ভারতে আইফোন উৎপাদন না সরাতে এবং আমেরিকায় উৎপাদনের ওপর মনোযোগ দিতে বলেছেন। গত পাঁচ বছরে ভারত অ্যাপল আইফোনের অন্যতম বড় উৎপাদন কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। গত অর্থবছরে দেশটির অ্যাসেম্বলি লাইনে ২২ বিলিয়ন ডলার মূল্যের স্মার্টফোন উৎপাদিত হয়েছে। মার্কিন এই কোম্পানি আগের বছরের তুলনায় ভারতে ৬০ শতাংশ বেশি আইফোন উৎপাদন করেছে।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তার শুল্ক নীতির মাধ্যমে বিশ্ব বাজারে বড় ধরনের পরিবর্তন এনেছেন। কাতার সফরে তিনি বলেন, তিনি চান না টিম কুক ভারতে উৎপাদন করুক। অ্যাপল আমেরিকায় তাদের উৎপাদন বাড়াবে।

ট্রাম্প আজ ভারতের বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে উচ্চ শুল্ক বাধার অভিযোগ করেন। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশে আমেরিকান পণ্য বিক্রি করা খুবই কঠিন।

এদিকে, ট্রাম্প দাবি করেছেন, ভারত মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে। কাতারে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি বলেন, ভারত সরকার“আমাদের এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে তারা আমাদের কাছ থেকে কোনো শুল্ক নেবে না।

ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন তিনি দাবি করেছেন, তিনি বাণিজ্যকে একটি দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সামরিক সংঘাত বন্ধে একটি যুদ্ধবিরতি চুক্তি করিয়েছেন।
 

Read Entire Article