ভারতে চিকিৎসা নিতে গিয়ে মারা গেছেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী

8 hours ago 6
ভারতে চিকিৎসা নিতে গিয়ে মারা গেছেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিক রাইলা ওডিঙ্গা। বুধবার সকালে ভারতের দেবমাতা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকালে হাঁটার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ওডিঙ্গাকে সাহসের প্রতীক ও গণতন্ত্রের পিতা বলে শ্রদ্ধা জানিয়েছেন। তাকে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হবে এবং কেনিয়ায় সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। বিশ্বনেতারাও শোক প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওডিঙ্গাকে ভারতের প্রিয় বন্ধু বলেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা তাকে মহাদেশের স্বার্থরক্ষাকারী নেতা হিসেবে বর্ণনা করেন। রাইলা ওডিঙ্গা জীবনে পাঁচবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন। ২০০৭ সালের সহিংস নির্বাচনের পর জাতিসংঘের মধ্যস্থতায় গঠিত ক্ষমতা ভাগাভাগির সরকারে তিনি প্রধানমন্ত্রী হন। রাজনীতিক জীবনে গণতন্ত্র ও মানবাধিকারের জন্য তিনি দীর্ঘসময় কারাবন্দি ছিলেন। ওডিঙ্গার মৃত্যু কেনিয়ার রাজনীতিতে গভীর শূন্যতা তৈরি করেছে।  
Read Entire Article