ভারতে পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেফতার যুবলীগ নেতা

2 months ago 31

‎পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন সোহেলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জুন) বিকেলে ভারতে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার (১৪ জুন) দুপুরে তাকে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়।

‎গ্রেফতার নাজিম উদ্দিন সোহেল পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শেখপাড়া এলাকার বাসিন্দা। তিনি পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি।

‎পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ভারতে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে চেকিংয়ের সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পাসপোর্ট জব্দ করে। তার নামে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে বিমানবন্দর থানায় নেয়। পরে সেখান থেকে পিরোজপুর সদর থানায় আনা হয়।

‎পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, তার নামে ১৪টি মামলা রয়েছে। তিনি একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।

মো. তরিকুল ইসলাম/এসআর/জেআইএম

Read Entire Article