ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ড: হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের

3 weeks ago 13

ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুর, প্রধান উপদেষ্টার কুশপুতুল দাহ এবং অশালীন, অযৌক্তিক ও বানোয়াট মন্তব্য প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহরুল হক মিলনায়তনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

ভারতীয় গণমাধ্যম ও ধর্মান্ধ রাজনৈতিক কিছু ব্যক্তির বাংলাদেশবিরোধী মিথ্যা অপপ্রচার ও ভারতীয় দুরভিসন্ধীর বিরুদ্ধে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তারা ভারত সরকার ও মিডিয়ার প্রতি বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা প্রচার থেকে ভারতের মিডিয়া এবং ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠীকে বিরত রাখা, ধর্ম-বর্ণ-জাতিগোষ্ঠীর ভিত্তিতে সম্পর্ক স্থাপন না করা, বাংলাদেশ-ভারত উভয় দেশের পারস্পরিক স্বাধীনতা- সার্বভৌমত্বের প্রতি সুরক্ষা ও সম্মান নিশ্চিত করা, বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলের বা মতের প্রতি অযৌক্তিক আনুকূল্য প্রদর্শন থেকে ভারত সরকারকে বিরত থাকা এবং বাংলাদেশের জনগণের সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে ভারতীয় সাম্প্রদায়িক উগ্রবাদীদের অপকৌশল বন্ধ করার আহ্বান জানান।

এসআরএস/এমএইচআর/জিকেএস

Read Entire Article