ভারতের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

2 weeks ago 17

নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সুপার ফোরে হতাশাজনক হারে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। কুয়ালালামপুরের বায়োমাস ওভাল মাঠে সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৮ উইকেটে হেরে গেছে বাংলাদেশ।

টসে জিতে ভারত প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হলেও ধারাবাহিক উইকেট পতনে ৮০ রানে গুটিয়ে যায় যুব টাইগ্রেসদের ইনিংস। ওপেনার ইভা ১৪ রান করেন ১৯ বলে এবং তার সঙ্গী ফাহমিদা ছোঁয়া করেন ১০ রান। এরপর থেকে বাংলাদেশের ব্যাটিং ধসে পড়ে। শেষদিকে নবম উইকেট জুটিতে নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলামের ১৮ রানের জুটিতে কিছুটা লড়াই দেখা যায়। নিশি ১০ রানে আউট হলেও হাবিবা ৪ বলে ১১ রানে অপরাজিত ছিলেন।

ভারতের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন আয়ুশি শুক্লা। সোনম যাদব পান ২টি উইকেট, আর শবনম শাকিল ও মিথিলা পান ১টি করে উইকেট।

৮১ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত শুরুতে কিছুটা বিপর্যয়ে পড়লেও তেমন কোনো সমস্যা হয়নি। মাত্র ১০ ও ২২ রানের মাথায় দুই ওপেনার আউট হয়ে গেলেও, গঙ্গাদি তৃষা ও অধিনায়ক নিকি প্রসাদের ব্যাটে ভর করে জয় তুলে নেয় তারা। তৃষা ৪৫ বলে ১০টি চারের সাহায্যে ৫৮ রানে অপরাজিত থাকেন এবং প্রসাদ করেন ১৫ বলে ২২ রান। বাংলাদেশের হয়ে একমাত্র সফল বোলার ছিলেন আনিসা আক্তার সোবা, যিনি ২টি উইকেট নেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সুপার ফোরের নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালে উঠতে হলে শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকেও।

 

Read Entire Article