ভারতের গুজরাটে ভারী বৃষ্টিতে রাস্তায় ডুবে যাচ্ছে গাড়ি

10 hours ago 3
ভারতের গুজরাটের হিম্মতনগরে সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে শহরের বিভিন্ন আবাসিক এলাকা পানিতে তলিয়ে গেছে। শহরের ধনী এলাকাগুলোও বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে বেশকিছু বাড়িঘর ও রাস্তায় থাকা গাড়ি সম্পূর্ণভাবে পানির নিচে ডুবে থাকতে দেখা গেছে।  আভনি পার্ক সোসাইটি এলাকার ভিডিওতে দেখা গেছে গাড়ির ছাদও আর দেখা যাচ্ছে না। শাস্ত্রিনগর ও শাগুন বাংলো এলাকার বাসিন্দারা বাড়ির ভিতরে পানি প্রবেশের কারণে বিপাকে পড়েছেন। জলাবদ্ধতার কারণে শহরের দৈনন্দিন জীবন ব্যাহত হয়েছে।  এনডিটিভির খবরে বলা হয়, চাপারিয়া চার রাস্তা এবং অন্যান্য নিম্নভূমি এলাকায় দোকানপাটও প্লাবিত হয়েছে। এক রেলওয়ে আন্ডারপাসও জলমগ্ন হয়েছে, যা যান চলাচলে সমস্যা তৈরি করেছে। হিম্মতনগরের চাপারিয়া হাউজিং স্কিম, শাগুন সোসাইটি, পরিশ্রম সোসাইটি এবং শাস্ত্রিনগর সোসাইটিসে জলাবদ্ধতার মাত্রা খুবই বিপজ্জনক। বাসিন্দারা দ্রুত ব্যবস্থা না নেওয়ায় নগর কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেছেন, শহরের অনেক নিম্নভূমি এলাকা নিয়মিত জলাবদ্ধতার কবলে পড়ে, কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয় না। ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) সবরকান্থা জেলার জন্য ২ সেপ্টেম্বর পর্যন্ত হলুদ সতর্কতা জারি করেছে। আগামী কয়েক দিনে ভারী বৃষ্টি, বজ্রসহ বজ্রপাতের সম্ভাবনা ‘খুব বেশি’ বলে সতর্ক করা হয়েছে। আইএমডি জানিয়েছে, উত্তর ও দক্ষিণ গুজরাটে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সাউরাষ্ট্র ও কুচের বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টি হতে পারে, যা ৫ সেপ্টেম্বর সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই পরিস্থিতি নাগরিকদের জীবনযাপন, যান চলাচল এবং দৈনন্দিন কার্যক্রমকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। বিশেষ করে নিম্ন আয়সম্পন্ন মানুষ, বয়স্ক ও শিশু নাগরিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। শহরের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পানিতে প্লাবিত এলাকায় ত্রাণ ও সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে। নাগরিকরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। হিম্মতনগরের এই পরিস্থিতি প্রমাণ করে, শহর পরিকল্পনা ও পানি ব্যবস্থাপনায় তৎপরতার অভাব হলে বড় ধরনের ক্ষতি ঘটতে পারে।
Read Entire Article