‘করো নয়তো মরো’- চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী রোববার ভারতের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তানের জন্য কথাটি প্রযোজ্য। শিরোপা ধরে রাখার দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে ভারতীয়দের হারাতেই হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
কিন্তু ভারত যেভাবে শক্তিপ্রদর্শন করছে, তাতে পাকিস্তানি সমর্থকদের মনের বিশাল জায়গা জুড়ে আশঙ্কা বিরাজ করছে। তবে ভক্ত-সমর্থকদের অভয় দিয়েছেন বিপিএল খেলে যাওয়া পাকিস্তান অলরাউন্ডার খুশদিল শাহ।
খুশদিল শাহ স্বীকার করেন, ভারত একটি শক্তিশালী দল। তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, সেরাটা খেলতে পারলে পাকিস্তান তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দলকে হারাতে সক্ষম।
সবশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১০ ম্যাচে বল হাতে ১৭ উইকেট আর ব্যাট হাতে ২৯৮ রান করেছেন খুশদিল শাহ। এরপরই জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে ‘টেলিকমএশিয়া’- কে খুশদিল শাহ বলেন, ‘ভারতের একটি ভালো, শক্তিশালী দল রয়েছে। তবে প্রতিটি দলই হারতে পারে, ভারতও পরাজিত হতে পারে। যদি আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারি, তাহলে আমরা ভারতকে হারাতে পারবো। আমাদের বিশ্বাস রয়েছে। আর যখন বিশ্বাস থাকে, তখন যেকোনো কিছু সম্ভব।’
পাকিস্তানের সামনে কঠিন সমীকরণ
করাচিতে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ রানে হেরে যাওয়ায় পাকিস্তানের সামনে এখন জয়ের বিকল্প নেই। অন্যদিকে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে উড়ন্ত যাত্রা শুরু করেছে ভারত।
মোহাম্মদ রিজওয়ানের দল যদি ভারতের বিপক্ষে হেরে যায়, তাহলে চার দলের গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে থেকে প্রায় ছিটকে যাবে তারা। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সেমিতে।
পরিসংখ্যান কী বলছে?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ও ভারত এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে। পাকিস্তান তিনবার জয় পেয়েছে। এর মধ্যে রয়েছে ২০১৭ সালের ফাইনালও আছে; ভারতীয়দের হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল পাকিস্তান। তবে সামগ্রিকভাবে আইসিসি টুর্নামেন্টে, বিশেষ করে ৫০ ওভারের বিশ্বকাপে ভারতের আধিপত্যই বেশি।
চাপ সামলানোই হবে মূল চাবিকাঠি। কেননা ক্রিকেটবিশ্বে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। দুই প্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে ক্রিকেটাররাও থাকেন চাপে। এমন চাপ সামলে খেলাটাই গুরুত্বপূর্ণ বিষয়।
এই চাপের বিষয় উল্লেখ করে খুশদিল শাহ বলেন, ‘যখন ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়, তখন পুরো বিশ্ব সেই ম্যাচ দেখে। যে দল চাপ ভালোভাবে সামলাতে পারবে, সেই দলই জিতবে। আর আমরা এ ধরনের ম্যাচের জন্য প্রস্তুত।’
সমর্থকদের প্রতিও আহ্বান জানান পাকিস্তানি অলরাউন্ডার, যেন তারা দলের পাশে থাকেন এবং সমর্থন করেন।
খুশদিল বলেন, ‘আমরা একটি ম্যাচ হেরেছি। তবে এখনো টুর্নামেন্টে টিকে আছি। আমরা ভারতকে হারাতে পারি, যদি ভালো খেলি। তাই এখনই আমাদের বাদ দেবেন না।’
এমএইচ/এএসএম