বাংলাদেশে ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে ভারতের ‘রিপাবলিক বাংলা’ এবং ‘এবিপি আনন্দ’সহ বেশকিছু গণমাধ্যম। তাদের এই অপপ্রচারের প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণ। এ নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে সরব হয়েছেন নেটিজেনরা।
রাসেল মাহমুদ লিখেছেন, ‘বাংলাদেশ থেকে লুট করা টাকা খেয়ে বাংলাদেশের বদনাম করছে গদি মিডিয়া। নিমকহারাম কাকে বলে?’
রুদ্র অহম লিখেছেন, ‘প্রোপাগান্ডা বন্ধ করুন। ভারতের সংখ্যালঘুদের চেয়ে আমরা বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক ভালো আছি।’
নকিব মুকশি লিখেছেন, ‘মিথ্যা প্রচারণায় বিশ্বে শীর্ষে ভারত: মেটা স্বীকৃত ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ।’
- আরও পড়ুন
- ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর: আসিফ নজরুল
- সাম্প্রতিক ইস্যু নিয়ে যা বললেন আসিফ মাহতাব উৎস
রবিউল কমল লিখেছেন, ‘হলুদ সাংবাদিকতায় গিনেজ রেকর্ড গড়তে যাচ্ছে ভারত।’
সাব্বির জাদিদ লিখেছেন, ‘আমাদের এবং ভারতীয়দের মাঝে পার্থক্য হলো, আমাদের মিডিয়া কোনো প্রোপাগান্ডা ছড়ালে আমরা মিডিয়ার বিরুদ্ধে অবস্থান নিই। আর তারা প্রোপাগান্ডা শেয়ার করে মিডিয়ার পাশে দাঁড়ায়।’
মো. আবু তালহা লিখেছেন, ‘এই মুহূর্তে একটা ইংরেজি টিভি চ্যানেল ব্যাপক প্রয়োজন, আন্তর্জাতিক যে কোনো প্রোপাগান্ডা মোকাবিলা করার জন্য।’
রাসেল ইব্রাহিম লিখেছেন, ‘হিন্দু-মুসলিম দাঙ্গা সৃষ্টি করতে এরকম একজন মলম বিক্রেতাই যথেষ্ট? না। যে যাই বলুক, বলুক। একই ফুলের পাপড়ি–হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান এবং মুসলমান, বিপদে-আপদে বন্ধু মোরা, ছড়াবো সম্প্রীতির ঘ্রাণ।’
এসইউ/এএসএম