ভারতের শুল্ক কমানো নিয়ে ট্রাম্প বললেন, দেরি হয়ে গেছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকান পণ্যের ওপর শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে ভারত। তবে দিল্লির কয়েক বছর আগে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এমন দাবি করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন থেকে দেশে ফেরার কয়েক ঘণ্টা পর ট্রাম্প ওই পোস্ট করেন।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ভারত এখন শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। কয়েক বছর আগেই ওদের এটা করা উচিত ছিল। দুই দেশের সম্পর্ক এতদিন ধরে একতরফা বিপর্যয় ছাড়া আর কিছুই নয়।’
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগে ভারতীয় পণ্যের ওপর ধার্যকৃত রপ্তানিশুল্ক ছিল ১৫ শতাংশ। গত ২০ জানুয়ারি ক্ষমতাগ্রহণ করেন ট্রাম্প। এরপর এপ্রিলে এই শুল্ক ২৫ শতাংশে উন্নীত করে ট্রাম্প প্রশাসন। রাশিয়ার তেল আমদানির কারণে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দেওয়া হয়। ফলে ভারতের ওপর আরোপিত শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে। গত ২৭ আগস্ট থেকে বর্ধিত এই শুল্ক কার্যকর হয়েছে।
রাশিয়ার তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধ টিকিয়ে রাখতে সাহায্য করছে বলে অভিযোগ ট্রাম্পের। ভারতের পক্ষ থেকে এই কঠোর শুল্ক আরোপের পর প্রতিবাদ জানানো হয়েছে। তবে শুল্ক কমানো নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে দিল্লি এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, উচ্চ শুল্কের হুমকির মুখে অন্যান্য দেশ আমেরিকাকে বিশাল অর্থনৈতিক ছাড় দিতে রাজি হয়েছে।