ভারতের সঙ্গে গোপন চুক্তি প্রসঙ্গ পরিস্কার করলেন মাহদী আমীন

ভারতের সঙ্গে বিএনপির কোনো গোপন চুক্তি হয়নি বলে দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের বক্তব্যকে ‘অপকৌশল অথবা অজ্ঞতা’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমীন। শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া এলাকায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জামায়াতের নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের দাবি করেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভারতের সঙ্গে তিনটি শর্তে চুক্তি করে দেশে ফিরেছেন। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের বরাতে তিনি বলেন, ওই শর্তগুলোর মধ্যে রয়েছে—ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুনর্বাসন, বাংলাদেশের আত্মরক্ষার জন্য অস্ত্র কেনার ক্ষেত্রে ভারতের অনুমতি নেওয়া এবং ইসলামপন্থীদের দমন। এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ড. মাহদী আমীন বলেন, “একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ভারতের সঙ্গে চুক্তির যে দাবি করেছেন, তার পক্ষে তিনি কোন

ভারতের সঙ্গে গোপন চুক্তি প্রসঙ্গ পরিস্কার করলেন মাহদী আমীন

ভারতের সঙ্গে বিএনপির কোনো গোপন চুক্তি হয়নি বলে দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের বক্তব্যকে ‘অপকৌশল অথবা অজ্ঞতা’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমীন।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া এলাকায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জামায়াতের নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের দাবি করেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভারতের সঙ্গে তিনটি শর্তে চুক্তি করে দেশে ফিরেছেন। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের বরাতে তিনি বলেন, ওই শর্তগুলোর মধ্যে রয়েছে—ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুনর্বাসন, বাংলাদেশের আত্মরক্ষার জন্য অস্ত্র কেনার ক্ষেত্রে ভারতের অনুমতি নেওয়া এবং ইসলামপন্থীদের দমন।

এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ড. মাহদী আমীন বলেন, “একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ভারতের সঙ্গে চুক্তির যে দাবি করেছেন, তার পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি এবং পারবেনও না। তিনি যে তথ্য মিডিয়ায় এসেছে বলে দাবি করছেন, তার ন্যূনতম কোনো বাস্তবতা বা সত্যতা নেই।”

তিনি বলেন, এ ধরনের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক বিতর্ক সৃষ্টির জন্য দেওয়া হয়েছে। ড. মাহদী আমীনের ভাষায়, “যদি তাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়ে থাকে, তাহলে সেটি অজ্ঞতা। আর যদি জেনেশুনে বলা হয়ে থাকে, তাহলে এটি একটি রাজনৈতিক অপকৌশল। যেটাই হোক, ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তির দাবি সম্পূর্ণ অপপ্রচার।”

বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, “বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের ক্ষমতা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির মূল দর্শন—সবার আগে বাংলাদেশ।”

তিনি উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা ও পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ধারাবাহিক আন্দোলন ও সমাবেশ হয়েছে, যা বিএনপির রাজনৈতিক অবস্থানের বাস্তব উদাহরণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow