ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে হজযাত্রীদের সৌদি ছাড়ার নির্দেশ

2 months ago 50

হজযাত্রীদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এক্ষেত্রে ভিসার শর্ত লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা ও ভবিষ্যতে ভ্রমণ বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এক সরকারি বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ে সৌদি আরব ত্যাগ করা আইনি বাধ্যবাধকতার পাশাপাশি সৌদির বিধিনিষেধ এবং বার্ষিক হজ মৌসুমের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক।

হজের উদ্দেশে জারি করা ভিসা যথাযথভাবে ব্যবহার করতে হবে। এই ভিসা ব্যবহার করে অন্য কোনো কর্মকাণ্ডে জাড়ানো যাবে না বলেও উল্লেখ করা হয়েছে।

সময়মতো দেশত্যাগ না করলে আইনি জটিলতা বা ভবিষ্যতে হজ ও ওমরাহ ভিসা পেতে সমস্যা হতে পারে।

সৌদি পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, সকল আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল ও সমুদ্রবন্দরগুলোতে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে যাতে হজযাত্রীদের সুশৃঙ্খলভাবে বিদায় নিশ্চিত করা যায়।

প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদায় নেওয়া হজযাত্রীদের সম্মানজনকভাবে বিদায় জানানো শুরু হয়েছে। অনেকে হজ শেষ করে মদিনায় অবস্থান করছেন।

একটি বিশেষ কর্মসূচির মাধ্যমে হজযাত্রীদের আবাসন থেকে বিমানবন্দরে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে, যা আঞ্চলিক হজ ও ভিজিট কমিটি পরিচালনা করছে।

সূত্র: গাল্ফ নিউজ

এমএসএম

Read Entire Article