ভুঁড়ি কমাতে গিয়ে আম্পায়ারের মৃত্যু

1 month ago 6
আন্তর্জাতিক ক্রিকেটের এক দুঃখজনক খবর। আফগানিস্তানের আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি আর নেই। মাত্র ৪১ বছর বয়সে, পাকিস্তানের পেশোয়ারে সার্জারির পর সোমবার (৭ জুলাই) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিনওয়ারির ভাই সয়দা জান জানিয়েছেন, কিছুদিন ধরে পেটে অসুস্থতা অনুভব করছিলেন বিসমিল্লাহ। এ কারণে পেশোয়ারে গিয়ে তিনি পেটের চর্বি অপসারণের সার্জারি করান। অপারেশনের পর কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু সোমবার (৭ জুলাই) ৫টার দিকে তার মৃত্যু হয়। পরদিনই (৮ জুলাই) আফগানিস্তানের নানগারহার প্রদেশের আচিন জেলায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। শিনওয়ারি পাঁচ ছেলে ও সাত মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আইসিসি চেয়ারম্যান জয় শাহ শোক প্রকাশ করে বলেছেন, ‘খেলায় তার অবদান বিশাল। তিনি ৩৪টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। ২০১৭ সালে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার শারজাহ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন শিনওয়ারি। তার মৃত্যু ক্রিকেট বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, শিনওয়ারি ৩১টি ফার্স্ট ক্লাস, ৫১টি লিস্ট এ এবং ৯৬টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছিলেন। এসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘আল্লাহতায়ালা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও প্রিয়জনদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দিন। বিসমিল্লাহ জান শিনওয়ারি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।’ শিনওয়ারির সর্বশেষ আন্তর্জাতিক দায়িত্ব ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে, যখন তিনি ওমানে অনুষ্ঠিত আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ-২ এর ম্যাচগুলোতে আম্পায়ারিং করেছিলেন।
Read Entire Article