ভুটানের লিগে খেলতে যাচ্ছেন মাসুরা-রূপনা

4 hours ago 6

অবশেষে বিদেশের লিগে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে নারী ফুটবলার গোলরক্ষক রূপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভীনের। দুইজনই ভুটানের লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলবেন।

এরই মধ্যে বাফুফে এই দুই খেলোয়াড়কে ভুটানের লিগ খেলার ছাড়পত্র দিয়েছে। শুক্রবার সাতক্ষীরার নিজ বাড়ি থেকে জাগো নিউজকে এ কথা জানিয়েছেন মাসুরা পারভীন।

মাসুরা বলেন, ‘সভাপতি মহোদয় (বাফুফে সভাপতি তাবিথ আউয়াল) আমাদের বলেছিলেন, ক্যাম্প ছুটি থাকছে। তবে আমরা চাইলে বাফুফে ভবনে থেকে কিংবা বিকেএসপিতে অনুশীলন করতে পারি। তবে আমরা বাড়ীতেই আছি। আমার দীর্ঘদিনের ইচ্ছা বিদেশের লিগে খেলবো। এখন সেই স্বপ্ন পূরণের পথে।’

আগামী ১৫ এপ্রিল শুরু হবে ভুটানের নারী লিগ। ক্লাব চাইলে মাসুরারা ঈদের আগেই চলে যাবেন থিম্পুতে। না হলে ঈদের পরপরই। প্রায় ৬ মাস ধরে চলবে ভুটানের লিগ। এ সময়ের মধ্যে এই ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে ডাক পেলে সেখান থেকে এসেই খেলবেন।

ভুটানের ক্লাব কেমন সম্মানী দেবে? মাসুরা পারভীন বলেন, ‘সম্মানী কোনো বিষয় না। আমি সেটাকে গুরুত্বও দেইনি। আমি গুরত্ব দিচ্ছি খেলাকে। এখন যেহেতু ক্যাম্প ছুটি আছে, এই সময়টায় নিজেকে খেলার মধ্যে রাখতে চাই। ট্রান্সপোর্ট ইউনাইটেড আমাকে যে সম্মানী দেবে তার চেয়ে বেশি প্রস্তাব দিয়েছিল ভুটানের আরেকটি ক্লাব। আমি যেহেতু এই ক্লাবকে কথা দিয়েছি, তাই এই ক্লাবেই যাবো।’

আরআই/এমএইচ/

Read Entire Article