ভুট্টাক্ষেত থেকে কলেজছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার

1 month ago 30

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রাম থেকে এক কলেজছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রের নাম মাসুদ রানা (২৩)। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের মাস্টার্সের ছাত্র ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মাসুদ রানাকে তার বাবা মাঠে ভুট্টাক্ষেতের কাজ করতে পাঠান। দুপুরে খাবার নিয়ে তাকে খুঁজতে গেলে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করলেও কোনো উত্তর আসেনি। সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সদস্যরা আবারও মাঠে গিয়ে তাকে খুঁজতে থাকেন। এসময় ভুট্টাক্ষেতের মধ্যে মাসুদের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পুলিশ এবং সিআইডির একটি টিম ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সময় সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেলেও এখনো হত্যার কারণ স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, দিনের যে কোনো সময় তাকে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের গ্রেফতারে তদন্ত চালিয়ে যাচ্ছে।

হুসাইন মালিকে/এফএ/জেআইএম

Read Entire Article