ভুল পথে হাঁটবেন না, আপনারা জনগণের ভোটে নির্বাচিত না

2 weeks ago 14

অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, ভুল পথে হাঁটবেন না। আপনারা জনগণের ভোটে নির্বাচিত না। আপনারা এ দেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার। আমরা চাই সঠিক পথে থেকে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা ছেড়ে দেবেন।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সৈয়দ রেজাউল করিম।

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধর আত্মত্যাগকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না জানিয়ে মুফতি রেজাউল করিম বলেন, আবু সাঈদের দুই হাত দুদিকে ছড়িয়ে বুক টান করে গুলি চালাতে আহ্বান জানানো এবং ‌‘পানি লাগবে পানি’ বলে মুগ্ধর ডাক দেওয়ার দৃশ্য আমার চোখে ভাসছে। তাদের এই আত্মত্যাগকে আমরা কোনোভাবেই বৃথা যেতে দেবো না। তাদের ত্যাগের বিনিময়ে আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।

বাংলাদেশের বিজয় দিবসে ভারতীয় প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য নিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ ভারতের প্রধানমন্ত্রীর কথায় কষ্ট পেয়েছে। ভারত এ দেশ স্বাধীন করেনি বরং একাত্তরের মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের জীবন ও রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে।

রেজাউল করিম আরও বলেন, পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে। এটা নিশ্চিত করতে পারলে দেশের সব শ্রেণিপেশার মানুষের মতের প্রতিনিধি সংসদে থাকবে। সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। সংসদে সবার কথা বলার সুযোগ তৈরি হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে। আমাদেরকে আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না।

ইসলামী আন্দোলন রংপুর মহানগর সভাপতি আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

জিতু কবীর/এসআর

Read Entire Article