ভুয়া পরিচয়ে গেস্টহাউজে তল্লাশি, চট্টগ্রামে কথিত সাংবাদিক গ্রেফতার

2 months ago 4

সাংবাদিক পরিচয়ে একটি গেস্টহাউজে তল্লাশি ও চাঁদাবাজির ঘটনায় এম হান্নান রহিম তালুকদার নামে এক কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) দিবাগত রাত ১০টার দিকে নগরীর কোতোয়ালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ। কথিত একটি অনলাইন টিভির বুম নিয়ে চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকার এক গেস্টহাউজে তল্লাশির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সোমবার দিনভর চট্টগ্রামসহ সারাদেশে সমালোচনা তৈরি হয়। গ্রেফতার হান্নান রহিম তালুকদার চট্টগ্রামের আনোয়ারা থানাধীন পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের হাজী মফজল আহমদের ছেলে।

চান্দগাঁও থানার ওসি আফতার উদ্দিন জাগো নিউজকে বলেন, বহদ্দারহাট এলাকায় একটি গেস্টহাউজে সাংবাদিক পরিচয়ে তল্লাশি চালিয়ে রুমে রুমে অতিথিদের পরিচয় চাওয়া এবং চাঁদাবাজির অভিযোগে হান্নান রহিম তালুকদার নামের ওই কথিত সাংবাদিকের বিরুদ্ধে গেস্টহাউজের স্টাফ জাকির হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। এরপর রাত ১০টার দিকে অভিযান চালিয়ে কথিত ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়। তাকে মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হবে।

গ্রেফতার হান্নান রহিমের বিরুদ্ধে চট্টগ্রামের আনোয়ারা থানায় দ্রুত বিচার আইনে এবং চান্দগাঁও থানায় ২০১৭ সালে একটি চুরির মামলা রয়েছে বলে জানান ওসি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুন রাত ১১টার দিকে হান্নান রহিম তালুকদারসহ কয়েকজন অপরাধী মিলে সাংবাদিক পরিচয়ে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাড়ইপাড়া পপুলার গেস্ট হাউজে তল্লাশি চালান। হান্নান রহিম তালুকদার ওই তল্লাশির ১৫ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও নিজের ফেসবুকে আপলোড দেন। ভিডিওতে দেখা যায়, হান্নান রহিম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গেস্ট হাউসের কক্ষে কক্ষে গিয়ে অতিথিদের পরিচয় জানতে চান এবং জিজ্ঞাসাবাদ করেন। ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত ভাইরাল হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে।

এমডিআইএইচ/এএমএ

Read Entire Article