ভূমিকম্পের ক্ষতি থেকে বাঁচতে মালয়েশিয়ায় বিশেষ নামাজ ও দোয়া অনুষ্ঠিত। শুক্রবার (২৯ আগস্ট) দেশটির জোহর প্রদেশের সিগামাত জেলাধীন সহস্রাধিক মসজিদে এ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়ান সংবাদমাধ্যম বলছে, গত এক সপ্তাহে সিগামাতে ৪ বার ভূমিকম্প অনুভূত হয়। এ অবস্থায় জোহর প্রদেশের ইসলাম ধর্মবিষয়ক অধিদপ্তর স্থানীয় এক হাজার ৩৮টি মসজিদ এবং জুমার নামাজের স্থানে বিশেষ নামাজ ও দোয়া আয়োজনের নির্দেশ দেয়।
অধিদপ্তরটির চেয়ারম্যান মুহাম্মদ ফরিদ ঘোষণা দেন, শুক্রবার জুমার নামাজের পাশাপাশি সালাতুল হাজত (প্রয়োজন পূরণের নামাজ) আদায় করা হবে এবং জুমার পর বিশেষ দোয়া করা হবে। এ ঘোষণার পরই এদিন বাদ জুমা সিগামাতের সব মসজিদে সালাতুল হাজত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে জেলা কর্মকর্তা মুহাম্মদ ইজ্জুদ্দিন সানুসি নিশ্চিত করেছেন, সিগামাতে সর্বশেষ শুক্রবার ভোর ৪টা ২৪ মিনিটে হওয়া ভূমিকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভূমিকম্পটি ৩.৪ মাত্রার ছিল বলেও জানান তিনি।
জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনসাধারণকে শান্ত থাকার পরামর্শ দিয়ে বলেন, ভূমিকম্পের কোনো সংবাদ যাচাই না করা যাবে না। তিনি জানান, ভূমিকম্পের সর্বশেষ সংবাদগুলো মালয়েশিয়া আবহাওয়া বিভাগ (মেট মালয়েশিয়া) বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান জনসাধারণকে জানিয়ে দেবে।
উল্লেখ্য, সিগামাতে শুক্রবার ভোরে সর্বশেষ ভূমিকম্পের কেন্দ্র ছিল জেলা থেকে ২২ কিলোমিটার দূরে। এ নিয়ে গত এক সপ্তাহের ভেতর অঞ্চলটিতে চতুর্থ দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে আগস্টের ২৪, ২৭ ও ২৮ তারিখ ভূমিকম্প হয়েছিল।