ভূমিসেবা গ্রহণে সরকারি খরচ ছাড়া অতিরিক্ত টাকা নেওয়ার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সোমবার (২২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভূমিসেবা সংক্রান্ত মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈন খান, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট অসিম কুমার মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, জেলা রেজিস্ট্রার হাফিজা খাতুন, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী মোহিনী তাবাসসুম।
সভায় বক্তারা ভূমিসেবায় নাগরিক হয়রানি কমাতে সার্ভার সমস্যা সমাধান, জমির নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ সব সেবা এক ছাতার নিচে আনার দাবি জানান। পাশাপাশি ভূমি সংক্রান্ত জটিলতা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
সমাপনী বক্তব্যে ডিসি মোস্তাক আহমেদ বলেন, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হলো ভূমি ব্যবস্থাপনা। এ খাতের সঙ্গে রাষ্ট্রের উচ্চপর্যায় থেকে শুরু করে কৃষক, শ্রমিক, দিনমজুর সবাই জড়িত। তাই কোনো নাগরিক যেন ভূমিসেবা নিতে গিয়ে ভোগান্তি বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ভূমিসেবার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে। সরকারি নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ নেওয়ার চেষ্টা সহ্য করা হবে না।