ভোলার তজুমদ্দিনে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি মো. মানিককে (৩৫) গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে ভোলা সদরের ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মানিক ওই মামলার ৫ নম্বর আসামি। তিনি তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামারপট্টি এলাকার নুরুল হকের ছেলে।
র্যাব-৮ এর ভোলার ক্যাম্প কমান্ডার লে. শাহরিয়ার রিফাত অভি আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ অভিযান চালিয়ে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে মানিককে গ্রেফতার করে। তাকে তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হবে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (২৮ জুন) দিনগত রাতে গৃহবধূর স্বামীকে আটকে রেখে সাড়ে চার লাখ টাকা দাবি করেন তার তৃতীয় স্ত্রী ঝর্না বেগম। টাকার জন্য আসামিরা মারধর করেন। পরদিন সকালে ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীকে তাদের কাছ থেকে ছাড়িয়ে আনতে যান।
এসময় তজুমদ্দিন উপজেলার শ্রমিকদলের বহিষ্কৃত যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদ ও তার সঙ্গী আলাউদ্দিন তাকে পালাক্রমে ধর্ষণ করেন। এ ঘটনায় সোমবার (৩০ জুন) ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে মামলা করেন।
মামলায় ফরিদ, আলাউদ্দিন, ঝর্ণা বেগম, আলমগীর হোসেন, মো. মানিক ও রাসেলকে আসামি করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও কয়েকজনকে।
জুয়েল সাহা বিকাশ/এসআর/জিকেএস