ভোট উদযাপন হবে, অভিযোগ নয়: ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল

6 hours ago 1

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে এসে ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ভোটকে উদযাপন করতে চান এবং কোনো ধরনের অভিযোগ করতে চান না।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ১০টার কিছু আগে কার্জন হলে ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবিদুল ইসলাম খান বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই কেন্দ্রে ঢুকেছি। কোনো নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে প্রবেশ করা হয়নি’।

আবিদুল ইসলাম খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রার্থী হিসেবে সকালে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় আমরা ভোটাধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে লড়াই করেছি। আজকের এই নির্বাচন গণতন্ত্রের একটি নতুন দৃষ্টান্ত হতে যাচ্ছে। তাই শিক্ষার্থীরা কেউ যেন ঘরে বসে না থাকে। সবাই আসুন ভোটকেন্দ্রে, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন।

নিজের ভোট দেওয়ার প্রসঙ্গে তিনি যোগ করেন, আমি মাত্রই উদয়নে এসেছি, এখনো ভেতরে ঢুকিনি। হয়তো পরিদর্শনের পর সামগ্রিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে পারবো। তবে আশা করছি খুব দ্রুতই ভোট দিতে পারবো।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, দীর্ঘ সময় পর গণতন্ত্রের দ্বার উন্মোচিত হচ্ছে। তাই শিক্ষার্থীরা যেন তাদের বিবেককে কাজে লাগিয়ে যোগ্য নেতৃত্ব বেছে নেন, এটাই আমার প্রত্যাশা।

জেপিআই/এসএনআর/জেআইএম

Read Entire Article