ভোটার তালিকায় ছবি-বয়স যুক্ত করতে আইনি নোটিশ

2 hours ago 3

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে ভোটার তালিকায় ভোটারদের ছবি ও বয়স সংযোজন করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও দুদক বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) সাধারণ সম্পাদক তাবারুল হকের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী দেবাশীষ দেব এ নোটিশ পাঠিয়েছেন। সোমবার (২০ অক্টোবর) ইমেইল এবং রেজিস্ট্রি ডাকযোগে এটি পাঠানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি), জেলা শিক্ষা কর্মকর্তা, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা), বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে নোটিশে বিবাদী করা হয়েছে।

নোটিশে বলা হয়, কমিটির নির্বাচনে ভোটের জন্য আগামী ৫ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে এ নির্বাচনের অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে। তবে এখানে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পরিবেশ নিশ্চিত করা হয়নি। তা নিশ্চিত করতে ভোটার তালিকায় প্রত্যেক ভোটারের নামের পাশে বয়স এবং রঙিন ছবি সংযুক্ত করা প্রয়োজন। আগামী তিন দিনের মধ্যে তা করে পরবর্তী নির্বাচন কার্যক্রম পরিচালনার অনুরোধ জানানো হয়েছে নোটিশে। অন্যথায়, এ বিষয়ে উচ্চ আদালতে রিট করা হবে।

এ বিষয়ে তাবারুল হক বলেন, এ শিক্ষাপ্রতিষ্ঠানের শত কোটি টাকার সম্পদ রয়েছে। যার মধ্যে আছে একাধিক মার্কেট নিয়ে শতাধিক দোকানপাট, দুটি খেলার মাঠসহ নানা স্থাবর-অস্থাবর সম্পদ। এর প্রতি স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির লোভ আছে। অতীতে তারা নিজেরা কিংবা তাদের অনুসারীদের দিয়ে অস্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ায় কমিটিতে ঢুকে প্রভাব বিস্তার করে আসছেন। অস্বচ্ছতার কারণে একজনের ভোট অন্যজন দিয়ে দেন, অর্থাৎ জাল ভোট হয়। পাশাপাশি এ ভোটে অবৈধ টাকার প্রভাবও দেখা যায়। প্রত্যেক ভোটার যাতে নিজের ভোট নিজে দিতে পারেন এবং জাল ভোট রোধ করা যায়, সে জন্য তালিকায় ভোটারের বয়স, রঙিন ছবি ও ঠিকানা সংযোজন ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

তাবারুল জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট করে ভোটার তালিকায় ছবি, বয়স ও ঠিকানা সংযুক্ত করার নির্দেশনা চাওয়া হবে। পাশাপাশি নির্বাচন স্থগিতের আবেদনও জানানো হবে। এছাড়া দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও তা না থাকলে সেগুলো সম্পর্কেও একই নির্দেশনা চাওয়া হবে আদালতের কাছে।

এফএইচ/একিউএফ/এএসএম

Read Entire Article