ভোলায় বয়লার বিস্ফোরণে নিহত ১

2 months ago 31

ভোলার চরফ্যাশন উপজেলায় বয়লার মেশিন বিস্ফোরণে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও দুজন। তারা ওই মিলের কর্মী। 

শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে চর মাদ্রাজ ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত মুন্নী রাইসমিলে এ ঘটনা ঘটে।

নিহত মো. আল আমিন (৩৫) চর আফজাল গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- মনির মুন্সি (৪৫) এবং আল-আমিনের বড় ভাই ফিরোজ (২৫)। আহত মনির মুন্সি ওই মিলের মালিক বলে জানা যায়। অন্য দুজন ওই মিলের কর্মী।

স্থানীয়রা জানান, ভোর রাতে মিলের বয়লার মেশিন বিস্ফোরিত হলে আগুন লেগে ঘটনাস্থলেই আল আমিন দগ্ধ হয়ে মারা যান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে মনির এবং ফিরোজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গুরুতর আহত ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়।

চরফ্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। কী কারণে বয়লারটি বিস্ফোরণ ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।

Read Entire Article