‘ভয় নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে’
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, মানুষের মন জয় করতে হলে ভয়-ভীতি নয়, ভালোবাসা এবং আন্তরিকতা দিয়ে এগোতে হবে। রাজনীতি মানুষের কল্যাণে, তাদের পাশে দাঁড়ানোর জন্য। সেখানে ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী বাজার সংলগ্ন ভুবনেশ্বর নদের ওপর বাঁশের ব্রিজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবুল বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে জনগণের আস্থা অর্জন করতে হবে ইতিবাচক মনোভাব ও কার্যকর কর্মসূচির মাধ্যমে।
তিনি বলেন, এই দেশ কৃষিনির্ভর। কৃষকদের অধিকার রক্ষায় আমরা কাজ করছি এবং আগামীতেও কৃষকদের স্বার্থে আন্দোলন চালিয়ে যাব। রাজনৈতিক অঙ্গনে সহনশীলতা বজায় রেখে সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।