ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন, গাজার পথে ৬০ হাজার ইসরায়েলি সেনা
ফিলিস্তিনের গাজায় ভয়াবহ আক্রমণের জন্য সামরিক পরিকল্পনা অনুমোদন করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। গত মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে আইডিএফ চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তার কাছে পরিকল্পনা উপস্থাপন করলে তিনি তাতে পূর্ণ সায় দেন।
বুধবার (২০ আগস্ট) দ্য টাইমস অব ইসরায়েল প্রতিরক্ষা সূত্রের বরাতে জানায়, মন্ত্রী ইসরায়েল কাটজ গাজা সিটিতে সেনাবাহিনীর আক্রমণাত্মক পরিকল্পনা অনুমোদন করেছেন। এই আক্রমণাত্মক অভিযানকে ‘গিডিয়নস চ্যারিয়টস বি’ নামে ডাকা হচ্ছে। একই নামে পূর্ববর্তী আরেকটি অভিযান চালিয়েছিল আইডিএফ। তখন হামাসকে জিম্মি চুক্তিতে চাপ দেওয়ার জন্য আইডিএফ উপত্যকার ৭৫% অঞ্চল দখল করে নিয়েছিল।
একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, কাটজ বৈঠকে আইডিএফের পরিকল্পনা এবং প্রস্তুতির প্রশংসা করেছেন। সরকার গাজা সিটি দখলের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার পরে এ পরিকল্পনা করা হয়।
আক্রমণাত্মক অভিযানের জন্য আইডিএফ কর্তৃক প্রায় ৬০ হাজার ‘রিজার্ভিস্ট কল-আপ’ আদেশ জারির প্রস্তুতি চলছে। কাটজ সেনা আহ্বানের এ আদেশটিও অনুমোদন করেছেন বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে, অভিযানে গাজা সিটি থেকে উপত্যকার দক্ষিণে আনুমানিক ১০ লাখ ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে বাস্তুচ্যুত করা হবে। প্রতিরক্ষামন্ত্রী এ জন্যও আইডিএফের মানবিক প্রস্তুতি অনুমোদন করেছেন।