ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে তুরস্ক, দ্বিতীয় দিনেও চলছে সংগ্রাম

2 months ago 6

ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন তুরস্ক। দেশটিতে দাবানল ভয়াবহ আকার ধারণ করছে। আগুন নিয়ন্ত্রণে দ্বিতীয় দিনের মতো কাজ করছেন ফায়ারসার্ভিসের কর্মীরা। 

সোমবার (৩০ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইজমিরে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে। দেশটিতে দ্বিতীয় দিনের মতো আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন দেশটির বনমন্ত্রী ইব্রাহিম ইয়ুমাকলি।

রয়টার্স জানিয়েছে, ইজমিরের কুয়ুজাক ও দোয়ানব এলাকায় রোববার রাত থেকে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইছে। বাতাসের কারণে আগুন আরও তীব্র হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪টি গ্রাম ও দুটি পাড়া খালি করে দেওয়া হয়েছে।

ইউমাকলি জানান, আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার, অগ্নিনির্বাপক বিমান, অন্যান্য যানবাহন যোগ দিয়েছে। এছাড়া এক হাজারের বেশি লোক আগুন নেভানোর চেষ্টা করছে। 

গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, পানির ট্রেলারসহ ট্রাক্টর এবং পানি বহনকারী হেলিকপ্টার দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এ সময় পোড়া গাছে ঢাকা পাহাড়ের উপর ধোঁয়া ছড়িয়ে পড়ছে।

তুরস্কের উপকূলীয় অঞ্চলগুলো সাম্প্রতিক বছরগুলোতে দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রীষ্মকাল আরও গরম এবং শুষ্ক হয়ে ওঠার কারণে এমন ঘটনা ঘটছে। এটিকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন বিজ্ঞানীরা। 

Read Entire Article