সবার জানা, এক যুগের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার দুই ছেলে অস্ট্রেলিয়ায় পড়াশোনারত। স্ত্রীও অস্ট্রেলিয়ায় কর্মজীবন কাটাচ্ছেন। আইসিসির গুরুত্বপূর্ণ পদে কর্মরত জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুল বেশ অনেক বছর ধরেই অস্ট্রেলিয়া থেকে আইসিসির গেম ডেভেলপমেন্ট অফিসার হিসেবে সারা বিশ্বে কাজ করে যাচ্ছেন।
মোদ্দা কথা, দেশের বাইরে সাত সমুদ্র তেরো নদীর ওপারে অস্ট্রেলিয়াতেই সপরিবারে থাকেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল।
হঠাৎ পালাবদল হয়েছে এই সফল ক্রিকেট ব্যক্তিত্বের জীবনে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ডেভেলপমেন্ট কর্মকর্তা বুলবুল এখন মাতৃভূমি বাংলাদেশের ক্রিকেট নিয়্ন্ত্রক সংস্থার সভাপতি।
গত ৩০ মে বিকেলে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বুলবুল। তারপরই ব্যস্ত হয়ে পড়া। দিনের বড় অংশ কাটছে দেশের ক্রিকেটীয় কর্মকাণ্ড নিয়ে। প্রথম বোর্ড মিটিংয়েই নিজের প্রেজেন্টেশন দিয়ে ফেলেছেন।
দেশের ক্রিকেট উন্নয়নে সবার আগে দরকার ক্রিকেটের বিকেন্দ্রীকরণ। আইসিসির গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন কাজ করে বিশ্ব ঘুরে দেখে ও ক্রিকেটীয় কর্মকাণ্ডে জড়িত থেকে সেটা খুব ভালোভাবে জেনেছেন, দেখেছেন এবং বুঝেছেন বুলবুল। তাই সভাপতি নির্বাচিত হয়ে প্রথমেই জানালেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ নয়, ক্রিকেটের বিক্রেন্দ্রীকরণ করতে হবে।
বুলবুলের দর্শন, ক্রিকেটকে ছড়িয়ে দিতে হবে ঢাকার বাইরে। অঞ্চলভেদে আঞ্চলিক পরিদপ্তরের মতো ক্রিকেট পরিচালনা করতে হবে। একটা অজোপাড়া গ্রামের ছেলেও যাতে ধাপে ধাপে উঠে এসে জাতীয় দলে খেলার সুযোগ পায়, সে ব্যবস্থা করে দিতে হবে।
এদিকে দেখতে দেখতে কোরবানির ঈদ দরজায় কড়া নাড়ছে। আগামী শনিবার (৭ জুন) পালিত হবে মুসলমানদের দ্বিতীয় সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ। পরিবার ও স্ত্রী-সন্তানদের সঙ্গে ঈদ করতে বিসিবির নতুন সভাপতিও কয়েক দিনের জন্য ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়া।
আগামীকাল মঙ্গলবার (৩ জুন) রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রাজধানী ঢাকা ছাড়বেন বিসিবি সভাপতি।
জাগো নিউজকে এ তথ্য জানিয়ে বুলবুল বলেন, ‘আগামীকাল মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়া যাবো ইনশাল্লাহ। আশা করছি, ঈদের সপ্তাহখানেক পরই দেশে ফিরবো। তবে ১৪ জুন থেকে আইসিসির একটি মিটিং আছে। সেখানে অ্যাটেন্ড করার সম্ভাবনা বেশি। তাহলে দেশে ফিরে আসতে কয়েকদিন দেরি হতে পারে। সেক্ষেত্রে হয়তো ১৮ জুন আবার দেশে ফিরে আসবো।’
এআরবি/এমএইচ/এএসএম

4 months ago
15









English (US) ·