মধ্যরাতে বরিশাল মহাসড়কে ঝরল দুই প্রাণ

9 hours ago 10

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) রাত একটার দিকে মদিনা বাসস্ট্যান্ড নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে ভ্যানচালক স্বপন খান (৬০) ও গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক (৪৭)। 

গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যান উলটে চালক ও একজন যাত্রী মহাসড়কে পড়ে যায়।

স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই দুজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, নিহতদের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘাতক অজ্ঞাত পরিবহনকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

Read Entire Article