মন খারাপ হলে আমি একা একা কাঁদি: তানজিকা আমিন

12 hours ago 5

২০০৪ সালের লাক্স-আনন্দধারা মিস ফটোজেনিক প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে ছোট পর্দার জগতে পা রাখেন তানজিকা আমিন। মাত্র ২০ বছর বয়সে শুরু হওয়া দুই দশকের ক্যারিয়ারে কাজের সংখ্যা তুলনামূলক কম হলেও, এখন তিনি আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস।

ব্যক্তিগত জীবনও কম আলোচিত নয়। এক যুগ আগে বিয়ে করেছিলেন স্থপতি ও সংগীতশিল্পী এনামুল করিম নির্ঝরকে। কয়েক বছর সেই সংসার টিকলেও পরে বিচ্ছেদ ঘটে। তবে তানজিকার মতে, এই বিয়ে কোনো ভুল ছিল না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে তিনি সম্পর্ক এবং সহঅবস্থানের বাস্তবতা নিয়ে অকপটে বলেন ‘দুইটা ভালো মানুষ এক সঙ্গে নাও থাকতে পারে। আমি ভিষন ভালো, আমার পার্টনারও ভিষন ভালো। আমাদের কারোর দোষ নেই, কিন্তু আমাদের সহঅবস্থানটা হলো না।’

তিনি আরও যোগ করেন ‘আমি যার সঙ্গে ছিলাম, কখনো বলিনি সে খারাপ মানুষ। সেও ভালো, আমিও ভালো। শুধু একসঙ্গে থাকা হয়নি। এটাকে আমি মেনে নিয়েছি, অভ্যস্তও হয়ে গেছি।’

কষ্ট সামলানোর নিজস্ব পদ্ধতি আছে তানজিকার। ‘মন খারাপ হলে আমি একা একা কাঁদি। ওয়াশরুমে বা ঘরের মধ্যে বসে একা কাঁদি। কান্নার পর ভেতরটা পরিষ্কার হয়ে যায়। দুঃখ আমি ভেতরে জমতে দিই না। দুঃখ যেন পানির মতো—আসবে, যাবে, ঝরে যাবে।’

অভিনেত্রীর অভিনীত নাটকগুলো ‘এক অলৌকিক বিকেলের গল্প’, ‘বরিশাল টু কানাডা’, ‘হারামে আরাম নাই’—ও বেশ জনপ্রিয়তা পেয়েছে।

Read Entire Article