‘মনে হচ্ছে এপারের বাড়িঘরেই বোমা পড়ছে’

2 hours ago 7

মিয়ানমারের রাখাইনে একের পর এক মর্টারশেল ও যুদ্ধবিমান থেকে ছোড়া হচ্ছে গোলা। এসব বিস্ফোরণে কাঁপছে কক্সবাজারের টেকনাফ সীমান্তের বাড়িঘর। আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে ওই এলাকায় চলছে তীব্র লড়াই।

এ দফায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। এতে আতঙ্কিত এপারের বাসিন্দারা।

টেকনাফ সীমান্তের বাসিন্দা সৈয়দ করিম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মিয়ানমার সীমান্ত থেকে যেভাবে বিস্ফোরণের শব্দ একটু পর পরই এপারে আসছে, তাতে বাড়ি-ঘর কেঁপে উঠছে। মাঝে মধ্যেই শোনা যাচ্ছে যুদ্ধবিমানের শব্দ।
আগের চাইতে এবারের সংঘর্ষ বেশি। মনে হচ্ছে এপারের বাড়িঘরেই বোমা পড়ছে। খুব ভয় ও আতঙ্কের মধ্যে আছি।

হ্নীলা লেদা ক্যাম্পের রোহিঙ্গা করিম উল্লাহ বলেন, মিয়ানমার সরকারের কাছ থেকে রাখাইন রাজ্য দখলে নিতে আরাকান আর্মি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করছে। সেখানে খুব ভয়াবহ যুদ্ধ চলছে। যতটুকু খবর পেয়েছি, আরাকান আর্মি রাখাইন রাজ্যের অনেক গ্রাম ও শহর দখল করেছে। সেই সঙ্গে মিয়ানমার সরকারের সেনা, পুলিশ ও বিজিপির ক্যাম্প দখল করছে।

‘এখনো মংডুর টাউনশিপ দখল করতে আরাকান আর্মি হামলা চালাচ্ছে। অন্যদিকে সেনাবাহিনী তা নিয়ন্ত্রণ করতে পাল্টা হামলা করছে। ফলে তীব্র সংঘর্ষের বিকট শব্দ এপারে ভেসে আসছে।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও আরিফ উল্লাহ নিজামী বলেন, মিয়ানমার সীমান্ত থেকে টেকনাফে বিস্ফোরণের শব্দ ভেসে আসছে, আমিও শুনছি। মিয়ানমারে যুদ্ধটা বেশি হচ্ছে। এপারের সীমান্তে কোস্টগার্ড ও বিজিবির সদস্যরা সর্তক অবস্থানে রয়েছেন।

জাহাঙ্গীর আলম/এমএইচআর

Read Entire Article