‘মন্ত্রীদের চেয়ারটা নির্লজ্জদের জন্যই’ নুর ইস্যুতে আসিফ আকবর

1 week ago 12

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পাল্টাপাল্টি ধাওয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর মারধরে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন, জ্ঞান ফিরলেও এখনো শঙ্কামুক্ত নন।

এ ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শোবিজ অঙ্গনের তারকারাও। তাদেরই একজন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

শনিবার (৩০ আগস্ট) সকালে নিজের ফেসবুক ওয়ালে ক্ষোভ প্রকাশ করে আসিফ লেখেন—
‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই।’

যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি, তবে মন্তব্যের ঘরে অনুরাগীদের অনেকে লিখেছেন, আসিফ মূলত সরকারপক্ষের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, নুরের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নিন্দা ঝড় ওঠে। বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে কেন্দ্র করেই শুরু হয় তীব্র সমালোচনা। অনেক নেটিজেন মনে করছেন, সেই প্রেক্ষিতেই ক্ষুব্ধ হয়ে এ স্ট্যাটাস দিয়েছেন আসিফ আকবর।

স্ট্যাটাসটি পোস্ট হওয়ার পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। মাত্র ৭ ঘণ্টায় পোস্টটিতে পড়েছে ১ লাখের বেশি রিয়েক্ট, আর মন্তব্য করেছেন প্রায় ৬ হাজার অনুসারী।

এদিকে নুরকে হাসপাতালে নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তার মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত। নাক ফেটে গেছে এবং স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

Read Entire Article