মমতার বিরুদ্ধে শুভেন্দুর ১০০ কোটির মানহানি মামলা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। কয়লা কেলেঙ্কারি নিয়ে সম্প্রতি এক জনসভায় মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের প্রেক্ষিতেই এই আইনি পদক্ষেপ বলে জানান তিনি। শুক্রবার (১৬ জানুয়ারি) কলকাতার আলিপুর আদালতে মামলাটি দাখিল করা হয়। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মামলার রায়ে যদি তিনি ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ পান, তাহলে সেই সম্পূর্ণ অর্থ জনকল্যাণমূলক ও সেবামূলক কাজে দান করবেন। এই মামলার সূত্রপাত হয় গত ৯ জানুয়ারি কলকাতায় আয়োজিত একটি সভায় মুখ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে। ওই সভায় মমতা ব্যানার্জী অভিযোগ করেন, কয়লা কেলেঙ্কারির টাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছেছে। তিনি শুভেন্দু অধিকারীকে ‘গাদ্দার’ আখ্যা দিয়ে দাবি করেন, এক ব্যক্তির মাধ্যমে কয়লার টাকা প্রথমে শুভেন্দুর কাছে যায় এবং পরে তা অমিত শাহর কাছে পৌঁছে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে আগেই শুভেন্দু অধিকারী তাকে একটি আইনি নোটিশ পাঠান। নোটিশে তিনি জানতে চান, কী প্রমাণ বা কোন

মমতার বিরুদ্ধে শুভেন্দুর ১০০ কোটির মানহানি মামলা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। কয়লা কেলেঙ্কারি নিয়ে সম্প্রতি এক জনসভায় মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের প্রেক্ষিতেই এই আইনি পদক্ষেপ বলে জানান তিনি। শুক্রবার (১৬ জানুয়ারি) কলকাতার আলিপুর আদালতে মামলাটি দাখিল করা হয়।

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মামলার রায়ে যদি তিনি ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ পান, তাহলে সেই সম্পূর্ণ অর্থ জনকল্যাণমূলক ও সেবামূলক কাজে দান করবেন।

এই মামলার সূত্রপাত হয় গত ৯ জানুয়ারি কলকাতায় আয়োজিত একটি সভায় মুখ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে। ওই সভায় মমতা ব্যানার্জী অভিযোগ করেন, কয়লা কেলেঙ্কারির টাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছেছে। তিনি শুভেন্দু অধিকারীকে ‘গাদ্দার’ আখ্যা দিয়ে দাবি করেন, এক ব্যক্তির মাধ্যমে কয়লার টাকা প্রথমে শুভেন্দুর কাছে যায় এবং পরে তা অমিত শাহর কাছে পৌঁছে দেওয়া হয়।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে আগেই শুভেন্দু অধিকারী তাকে একটি আইনি নোটিশ পাঠান। নোটিশে তিনি জানতে চান, কী প্রমাণ বা কোন ভিত্তিতে এমন গুরুতর অভিযোগ তোলা হয়েছে এবং সেই দাবির পক্ষে প্রামাণ্য নথি জমা দেওয়ার জন্য ৭২ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনো জবাব না পাওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মামলার কপি শেয়ার করে শুভেন্দু অধিকারী লেখেন, তিনি নিজের কথা রেখেছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে মানুষকে বিভ্রান্ত করছেন এবং কয়লা কেলেঙ্কারি নিয়ে তার তোলা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক।

এই প্রতারণামূলক অপকর্মের জন্য মুখ্যমন্ত্রীকে আদালতে টেনে আনার প্রতিশ্রুতি পূরণ করেছেন বলেও তিনি মন্তব্য করেন। একইসাথে তিনি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেন দ্রুত অভিজ্ঞ আইনজীবীদের সাথে যোগাযোগ করতে, অন্যথায় অবিলম্বে ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে প্রস্তুত থাকতে বলেন।

সূত্র: এনডিটিভি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow