মসজিদে সমীক্ষা ঘিরে সংঘর্ষ, উত্তরপ্রদেশে নিহত ৩

2 hours ago 5

একটি মসজিদে সমীক্ষাকে কেন্দ্র করে উত্তাল উত্তরপ্রদেশের সম্ভল। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিনজন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

গোটা ঘটনার জন্য যোগী আদিত্যনাথ সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা তথা সমাজবাদী পার্টি (এসপি)-র প্রধান অখিলেশ যাদব। তার অভিযোগ, উপনির্বাচনের অনিয়ম থেকে নজর ঘোরাতেই ওই মসজিদে সমীক্ষক দলকে পাঠানো হয়েছে।

সম্প্রতি সম্ভলের একটি আদালতে মামলা হয়। এতে বলা হয়, ১৫২৯ সালে মোগল সম্রাট বাবর একটি মন্দির ভেঙে তার ওপরে জামে মসজিদ নির্মাণ করেছিলেন। এর প্রেক্ষিতে গত মঙ্গলবার মসজিদে সমীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত।

ওই দিন থেকেই এলাকায় উত্তেজনা ছড়াতে থাকে। মসজিদে আগেও সমীক্ষা হয়েছে। ফের সমীক্ষক দল কাজ শুরু করলে উত্তেজনা চরমে ওঠে।

মোরাদাবাদের পুলিশ কমিশনার অঞ্জনেয়া কুমার সিংহ বলেন, সমীক্ষা শেষ হওয়ার পরেই উত্তেজিত জনতা তিন দিক থেকে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে পুলিশ। এরই মধ্যে একদল লোক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপরে গুলি চালায় পুলিশ।

পুলিশ তিন নিহতের পরিচয় জানালেও কীভাবে তাদের মৃত্যু হলো তা নিয়ে মুখ খোলেনি। পুলিশের এক অফিসার জানিয়েছেন, সুরতহালের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

যদিও বিক্ষোভকারীদের দাবি, নিহতদের শরীরে বুলেটের আঘাত ছিল। পুলিশ জানিয়েছে, ঘটনায় এক নারীসহ ১০ জনকে আটক করা হয়েছে।

গোটা ঘটনার জন্য রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন অখিলেশ। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সম্ভলে যা ঘটছে তা অত্যন্ত গুরুতর। প্রশাসন ইচ্ছাকৃতভাবে আজ ওই সমীক্ষক দলকে পাঠিয়েছিল। যাতে একটা গোলমাল হয় ও তার ফলে নির্বাচনের অনিয়ম নিয়ে যে আলোচনা চলছিল, তা থেকে দৃষ্টি ঘোরানো যায়।

তিনি প্রশ্ন তুলেছেন, ওই মসজিদে আগে একবার সমীক্ষা হয়েছিল। তা হলে দ্বিতীয় বার সমীক্ষার কী প্রয়োজন পড়লো।

সূত্র: এনডিটিভি

এমএসএম

Read Entire Article