মহাসড়কে জনদুর্ভোগ সৃষ্টি না করার নির্দেশনা চেয়ে রিট

2 months ago 30

অনুমতি ছাড়া অবরোধ ও যানবাহন চলাকালে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মহাসড়কে দুর্ভোগ সৃষ্টি না করার নির্দেশনা চেয়ে রিট করার অনুমতি নিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। মঙ্গলবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এই আবেদন দায়ের করার অনুমতি নেন। রিটে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আইনজীবী নিজে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার (১৮ নভেম্বর) তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে আন্দোলন করেছিলেন। এমনিভাবে যেন জাতীয় মহাসড়ক অবরুদ্ধ এবং দুর্ভোগ সৃষ্টি না হয়। তার আলোকে আগেই আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অনুমোদন নিতে হবে সভা-সমাবেশ বা মানববন্ধন করবেন বলে।

তা না হলে জনগণের চলাচলের বিঘ্নকারী সংবিধান লঙ্ঘন করে জনগণের জানমাল ও নিরাপত্তাসহকারে স্বাধীনভাবে রাস্তায় চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। বিষয়টি মঙ্গলবার আদালতে উপস্থাপন করলে আদালত করার অনুমোদন দিয়েছেন।

এফএইচ/এমআইএইচএস/জেআইএম

Read Entire Article