মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, চক্রের ৩ সদস্য কারাগারে

2 months ago 46

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তিন নম্বর রোডের প্রবেশমুখে ডাকাতির প্রস্তুতির নেওয়ার সময় গ্রেফতার হওয়ার ডাকাতদলের তিন সদস্যকে উত্তরা পশ্চিম থানার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১১ জুন) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- মো. মিজান (৬৫), মো. রাসেল (২৭) ও মো. হাসান (১৯)। এদিন আব্দুল্লাহপুর ফিলিং স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ জুন ভোরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় ১৭ থেকে ১৮ জন ব্যক্তি ডাকাতির উদ্দেশে শলাপরামর্শ করছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে এবং বাকিরা পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন, তারাসহ পলাতক আসামিরা বিভিন্ন স্থান থেকে চাপাতি, চাকু, স্টিলের ধাতব মুষ্টির রিং ও স্টিলের অর্ধ বৃত্তাকার ধারালো অংশবিশেষ সংগ্রহ করে ঘটনাস্থলসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে অবস্থান করে এবং সুযোগ বুঝে পথচারী ও বিভিন্ন গাড়ি আটকে ডাকাতির পরিকল্পনা করছিল।

এমআইএন/এমকেআর/জিকেএস

Read Entire Article