মহাসড়কে মোটরসাইকেল নিয়ে বের হয়ে প্রাণ গেলো ২ যুবকের

3 months ago 53

কুমিল্লার সদরের দক্ষিণে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জোড় কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৮টায় ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকার মো. সালামের ছেলে মোহাম্মদ শাকিল হোসেন ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব গোপাল গ্রামের পেয়ার আহমেদের ছেলে শাহেদ শিমুল।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ইকবাল বাহার জানান, ঢাকা থেকে ফেনীগামী একটি মোটরসাইকেলে শাকিল হোসেন ও শাহেদ শিমুল যাচ্ছিলেন। একপর্যায়ে তারা জোড় কানন এলাকায় পৌছলে রাত সাড়ে ১০টার দিকে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/জিকেএস

Read Entire Article