মহাসড়কের পাশে কার্টনে নবজাতকের লাশ

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে কার্টনের ভেতর ফেলে রাখা অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের হাজিরবাজার এলাকায় স্থানীয়রা মহাসড়কের পাশে একটি কার্টন পড়ে থাকতে দেখে সন্দেহ হলে কাছে গিয়ে নবজাতক শিশুটিকে দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকটিকে উদ্ধার করে। উদ্ধারের পর শিশুটিকে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো ব্যক্তি নবজাতকটিকে কার্টনের মধ্যে ভরে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। এখনো নবজাতকটির পরিচয় জানা যায়নি। ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, হাইওয়ে পুলিশ নবজাতককে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার জন্য বিষয়টি ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

মহাসড়কের পাশে কার্টনে নবজাতকের লাশ

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে কার্টনের ভেতর ফেলে রাখা অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের হাজিরবাজার এলাকায় স্থানীয়রা মহাসড়কের পাশে একটি কার্টন পড়ে থাকতে দেখে সন্দেহ হলে কাছে গিয়ে নবজাতক শিশুটিকে দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকটিকে উদ্ধার করে।

উদ্ধারের পর শিশুটিকে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো ব্যক্তি নবজাতকটিকে কার্টনের মধ্যে ভরে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। এখনো নবজাতকটির পরিচয় জানা যায়নি।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, হাইওয়ে পুলিশ নবজাতককে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার জন্য বিষয়টি ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow