মা-হারা শিশু
গোপন কান্না লুকায় পুরে। ভাতের থালায় নেই মায়ের হাত, ঘুমের ঘরে নেই রূপকথা, শুধু বাতাসে ডাকে শূন্যতা, মা কোথায়?—প্রশ্নব্যথা। তবু শিশুটি স্বপ্ন গেঁথে যায়, ভাঙা হৃদয় নিয়ে আঁকে আলো— মা হয়তো দেখছে দূর আকাশ থেকে, চাঁদের মতন শুভ্র ভালো।
What's Your Reaction?