মাইক্রোবাস থামিয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

4 hours ago 4

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে ইট ছুড়ে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (১২ মার্চ) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, যাত্রীবাহী মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ডাকাতদের সঙ্গে থাকা একটি রামদা, একটি হাঁসুয়া, একটি ডেগার, একটি লোহার রড, লুণ্ঠিত তিনটি মোবাইল ও ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুর ৩ নম্বর গলি এলাকার হামিদুল ইসলামের ছেলে তুষার হোসেন (৩০), ১ নম্বর মিলগেট রায়পুর উত্তরপাড়া এলাকার আব্দুল লতিফ খানের ছেলে তুষার আহম্মেদ অন্তর খান (২৯), কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকার সোলেমান মণ্ডলের ছেলে রাশেদুল ইসলাম ওরফে কেতু ওরফে কেচু (৩৫) ও মানিক মণ্ডলের ছেলে আব্দুর রহিম মণ্ডল (৩৬)।

এরআগে রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে যমুনা সেতু পশ্চিম কোনাবাড়ী এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাসটি পৌঁছালে ডাকাতরা ইট ছুড়ে মারে। এতে চালক মাইক্রোবাস থামাতে বাধ্য হন। পরে ৭-৮ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে। এসময় যাত্রীদের সঙ্গে থাকা সাতটি মোবাইলফোন ও নগদ প্রায় ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা।

এ ঘটনায় রাতেই যমুনা সেতু পশ্চিম থানায় মামলা করেন রাজশাহীর গোদাগাড়ী থানার মহিশালবাড়ী গ্রামের বাসিন্দা ড. মো. ওবায়দুল্লাহ। গ্রেফতারের পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এম এ মালেক/এসআর/এমএস

Read Entire Article