নাটোরের সিংড়ায় শৈলমারী খালে মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুগ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিংড়া পৌর এলাকার শৈলমারী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতা কাশেম গ্রুপ ও আশরাফুল গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএনপি নেতা কাশেম গ্রুপের আহতরা হলেন আ. হালিম, আ. সালাম, সেলিম, আবুল কালাম, রফিকুল ও তসলিম।
অপরদিকে বিএনপি নেতা আশরাফুল গ্রুপের আহতরা হলেন শরিফুল, রাকিবুল, ওয়ার্ড যুবদলের সভাপতি মোস্তফা, ইয়াদ আলী, শিপন, ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি খোরসেদ আলম, উপজেলা ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক আশরাফুল।
স্থানীয় সূত্রে জানা যায়, শৈলমারী খালে মাছ মারতে যায় আশরাফুলসহ তার লোকজন। এ সময় হাজিপুর গ্রামের বাসিন্দা কাসেম আলী বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষে লোকজন আহত হয়।
আশরাফুল ইসলাম বলেন, আবুল কাশেম ও তার লোকজন ১ লাখ ২০ হাজার টাকায় লিজ নেয়। শৈলমারী গ্রামের প্রায় শতাধিক লোক মাছ মারতে গেলে তারা বাধা দেয়। সরকারি খাল লিজ দেওয়ার অধিকার তাদের নেই। তারা আমাদের অন্যায়ভাবে মাছ ধরেছে।
তবে এ বিষয়ে আবুল কাশেম জানান, আমরা সরকারের কাছ থেকে লিজ নিয়েছি। লিজকৃত জমিতে খাল খনন করা হয়েছে। আমাদের বৈধ কাগজপত্র আছে। অন্যায়ভাবে তারা মাছ মারতে আসলে এলাকার লোকজন বাধা দেয়।
সিংড়া থানার ওসি আসমাউল হক কালবেলাকে বলেন, এ বিষয়ে সিংড়া থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে পরিস্থিতি শান্ত করতে পুলিশ তৎপর রয়েছে।