মাঝরাতে মিথিলার খুশির খবর

2 weeks ago 16

জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা জীবনে পেলেন নতুন এক সফলতা।

সোমবার (২৫ আগস্ট) মাঝরাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি থিসিস ডিফেন্স সফলভাবে শেষ করেছেন।

মিথিলা লিখেছেন, ‘অসাধারণ খুশি আর গর্ব নিয়ে জানাচ্ছি— আমি আমার পিএইচডি থিসিস ডিফেন্স সফলভাবে শেষ করেছি! এই মুহূর্তটি আমার পাঁচ বছরের কঠিন ও আবেগঘন একটা যাত্রার শেষ। এই যাত্রা ছিল আনন্দ, কষ্ট আর চ্যালেঞ্জে ভরা।’

তিনি আরও বলেন, ‘আমি এমন এক পথ বেছে নিয়েছিলাম, যেটা সহজ ছিল না। পুরো সময়টাই একদিকে চাকরি, মাঝেমধ্যে অভিনয় আর পারিবারিক দায়িত্ব সামলে এই ডিগ্রি অর্জনের জন্য লড়াই করেছি। এই পুরো অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, আমি কতটা ধৈর্য ধরতে আর সামলাতে পারি।’

সবশেষে মিথিলা ধন্যবাদ জানান তার পরিবার, বন্ধু আর সহকর্মীদের, যাদের সহযোগিতা ছাড়া এই পথচলা সম্ভব হতো না।

মিথিলা বলেন, ‘আজ থেকে আমি গর্ব করে আমার নামের আগে ড. যোগ করতে পারি—যেটা আমি অনেক কষ্ট করে অর্জন করেছি।’

অভিনয় আর সমাজসেবার পাশাপাশি এখন মিথিলার নতুন পরিচয়— ডক্টর রাফিয়াত রশিদ মিথিলা।

Read Entire Article