বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। অনেক দিন ধরেই আছেন অভিনয় থেকে দূরে। নিজের মতো করে সময় কাটাচ্ছেন মেয়ে দুয়ার সঙ্গে। মাতৃত্বের পর এই নায়িকা প্রথমবারের মতো হাঁটলেন র্যাম্পে, যা নজর কেড়েছে ভক্তদের। খবর : বলিউড হাঙ্গামা
দীপিকার র্যাম্পে হাঁটার বেশ কিছু ছবি এবং ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যায়, অভিনেত্রী একটি ঢিলেঢালা ক্রিম শার্ট, ম্যাচিং ট্রাউজার এবং একটি ট্রেঞ্চ কোট পরেছিলেন। তার সঙ্গে মিলিয়ে তিনি স্টেটমেন্ট জুয়েলারি পরেছিলেন।
অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মুম্বাইয়ে ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির ব্র্যান্ডের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ শোতে র্যাম্পে হেঁটেছেন। এটি দীপিকার কন্যা দুয়ার জন্মের পর প্রথম র্যাম্প ওয়াক।
দীপিকা ছাড়াও এদিন অনুষ্ঠানে সোনম কাপুর, আলিয়া ভাট, আদিতি রাও হায়দারি, অনন্যা পান্ডে, শাবানা আজমি এবং বিপাশা বসুসহ অনেক বলিউড তারকাদের দেখা গেছে।