মাত্র ৩০ বছরেই থেমে গেল জনপ্রিয় মডেলের জীবন

2 weeks ago 15
রাশিয়ার জনপ্রিয় মডেল ও মিস ইউনিভার্স-২০১৭ এর প্রতিযোগী সেনিয়া আলেক্সান্দ্রোভা আর নেই। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দেড় মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে ১২ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। খবর : ইউ এস টুডে রাশিয়ান মডেল সেনিয়া আলেক্সান্দ্রোভা। ছবি : সংগৃহীত গত ৫ জুলাই রাশিয়ার টেভর ওবলাস্ট এলাকায় স্বামীকে সঙ্গে নিয়ে গাড়িতে ভ্রমণের সময় দুর্ঘটনার শিকার হন সেনিয়া। গাড়ি চালাচ্ছিলেন তার স্বামী। হঠাৎ মাঝ রাস্তায় একটি হরিণ সামনে চলে এলে তা এড়িয়ে যেতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় পাশেই বসা সেনিয়ার মাথায় হরিণের ধাক্কা লাগে ভয়াবহভাবে। গুরুতর আহত অবস্থায় দ্রুত মস্কোর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শুরু থেকেই তার অবস্থা ছিল আশঙ্কাজনক। রাশিয়ান মডেল সেনিয়া আলেক্সান্দ্রোভা। ছবি : সংগৃহীত দীর্ঘ দেড় মাস ধরে চিকিৎসাধীন থাকার পরও শেষ পর্যন্ত আর তাকে বাঁচানো যায়নি। সেনিয়ার মৃত্যুর খবর সম্প্রতি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার স্বামী, যিনি নিজেও দুর্ঘটনায় আহত হয়েছিলেন। তিনি বলেন, ‘সবকিছু এক সেকেন্ডের মধ্যেই ঘটে গিয়েছিল। হরিণটি গাড়ির সামনে এসে ধাক্কা দিলে আর সামলাতে পারিনি। গাড়ি উল্টে যায়, আর ও (সেনিয়া) অচেতন হয়ে পড়ে। মাথায় ভয়াবহ আঘাত লেগেছিল।’ রাশিয়ান মডেল সেনিয়া আলেক্সান্দ্রোভা। ছবি : সংগৃহীত সেনিয়া আলেক্সান্দ্রোভা ২০১৭ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় রাশিয়ার হয়ে অংশ নিয়েছিলেন। যদিও তিনি শীর্ষ ১৬-এর মধ্যে জায়গা করে নিতে পারেননি, তবুও মডেলিং জগতে তিনি ছিলেন বেশ পরিচিত নাম। সেই আসরে বিজয়ী হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডেমি-লেই নেল-পিটার্স। অকালে সেনিয়ার মৃত্যুতে রাশিয়ার বিনোদন ও ফ্যাশন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
Read Entire Article