মাদক কারবারিদের গুলিতে আহত দুই পুলিশ 

2 months ago 6

রাজধানীর পল্টনে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

বুধবার (১৮ জুন) রাত পৌনে ১টার দিকে পল্টন থানার আওতাধীন পুলিশ হাসপাতালের বিপরীতে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন লালবাগ বিভাগের ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে লালবাগ বিভাগের ডিবির একটি দল অভিযানে যায়। দলটির নেতৃত্বে ছিলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এনায়েত কবির শোয়েব। অভিযানের সময় একটি প্রাইভেটকার থামাতে গেলে গাড়িতে থাকা মাদক কারবারিরা অতর্কিত গুলি চালায়। এ সময় এএসআই আতিকের পেটে এবং কনস্টেবল সুজনের পায়ে গুলি লাগে।  

এ ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সেই সঙ্গে ঘটনায় জড়িত প্রাইভেটকারটি ডিবির হেফাজতে রয়েছে।

লালবাগ বিভাগের ডিবির সিনিয়র সহকারী কমিশনার এনায়েত কবির শোয়েব জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চলাকালীন মাদক কারবারিরা হঠাৎ গুলি চালায়। এতে আমাদের দুই সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Read Entire Article