মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, একজনকে কুপিয়ে জখম

2 hours ago 4

মাগুরায় মাদক কেনাবেচার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে সদরের মঠবাড়ির ইমনের দোকানের সামনে তাকে কুপিয়ে আহত করা হয়। শহিদুল মঠবাড়ী গ্রামের জাকির বিশ্বাসের ছেলে।

আহত শহিদুলকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঠবাড়ীর বাসিন্দা জাকির হোসেন বলেন, গতকাল (শনিবার) রাতে মঠবাড়ীতে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়।

মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, একজনকে কুপিয়ে জখম

শনিবার রাতে স্থানীয়রা বিরোধ মীমাংসায় সালিশ বৈঠকে দুই পক্ষকে ডাকেন। তখন বৈঠকে সামাজিক মাতবর কাজী শরিফুল দুজনকেই সাবধান করেন এবং বেচাকেনা বন্ধ রাখার কথা বলেন।

মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক আসাদুল্লাহ বলেন, ধারাল অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এতে পা-হাতসহ বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ইমনের দোকানে তাকে কুপিয়ে জখম করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে

মো. মিনারুল ইসলাম জুয়েল/আরএইচ/জিকেএস

Read Entire Article